Tor Kotha (Tera Zikr) Lyrics in Bengali,
Tor Kotha ...
Tor Kotha
কেন কাছে তুই এলি ,
যদি আবার, চলে যাবি .
বল কেন , তাহলে
স্বপ্ন দেখালি .
আমি জানি কোনো এক দিন,
কোনো এক নতুন ভোরে ,
দেখা হবে আমাদের আবার ,
এক স্বপ্নের শহরে . - [ ২ বার ]
তোর সাথে ছিল বাকি ,
কত কথা বলবো এক দিন ,
একাকী নিজের সাথে,
করেছি তোর গল্প সারাদিন .
তোর কথা আসে ফিরে ফিরে,
পথ হারানোর সব কবিতায় ,
আমি তোকে নিয়ে যাবো আবার ,
রূপকথার সেই বাড়িতে .
আয় ফিরে .....
আমি জানি কোনো এক দিন,
কোনো এক নতুন ভোরে ,
দেখা হবে আমাদের আবার ,
এক স্বপ্নের শহরে . - [ ২ বার ]
যদি আবার, চলে যাবি .
বল কেন , তাহলে
স্বপ্ন দেখালি .
আমি জানি কোনো এক দিন,
কোনো এক নতুন ভোরে ,
দেখা হবে আমাদের আবার ,
এক স্বপ্নের শহরে . - [ ২ বার ]
তোর সাথে ছিল বাকি ,
কত কথা বলবো এক দিন ,
একাকী নিজের সাথে,
করেছি তোর গল্প সারাদিন .
তোর কথা আসে ফিরে ফিরে,
পথ হারানোর সব কবিতায় ,
আমি তোকে নিয়ে যাবো আবার ,
রূপকথার সেই বাড়িতে .
আয় ফিরে .....
আমি জানি কোনো এক দিন,
কোনো এক নতুন ভোরে ,
দেখা হবে আমাদের আবার ,
এক স্বপ্নের শহরে . - [ ২ বার ]
ORIGINAL SONG

0 Comments